শাহজালালে ২৬৭ কার্টন সিগারেট জব্দ


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৭ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেটসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। জব্দকৃত সিগারেটের দাম আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।
 
বুধবার বিকেলে বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকা থেকে হারুন মিয়া (৫০)  নামের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব জব্দ করা হয়।
 
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল জানান, হারুন বিকেলে পাকিস্তান এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন। ২ নং ক্যানপি অতিক্রমের সময় সন্দেহ করে এপিবিএন। পরে তার লাগেজ তল্লাশি করে ২৬৭ কার্টন সিগারেট জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন নিয়মিত সিগারেট আনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আলমগীর হোসেন শিমুল।
 
এআর/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।