শুরু হলো আরচ্যারি টুর্নামেন্ট ২০১৫


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দি ব্লেজার বিডি লিমিটেড এর সৌজন্যে বুধবার সকাল থেকে টঙ্গীস্থ আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘সার্ভিসেস অ্যান্ড কর্পোরেট আরচ্যারি টুর্নামেন্ট-২০১৫’ শুরু হয়েছে।

টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ বিমান বাহিনী ও দি ব্লেজার বিডি লিমিটেডসহ মোট ৫টি দল অংশগ্রহণ করে। দলে ব্যাম্বো ডিভিশন, রিকার্ভ ডিভিশন ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে সর্বমোট ৮০ জন আরচ্যার অংশগ্রহণ করেছে।

বুধবার সকাল ৯টায় ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম টুর্নার্মেন্টের উদ্বোধন ঘোষণা করেন। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় এই টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।