শিরোপা জয়ে আত্মবিশ্বাসী ফেনী


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

সেইলর বাফুফে জাতীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশীপের জাতীয় পর্যায়ে শিরোপা জয়ের টার্গেট নিয়ে মাঠে নামছে ফেনী জেলা দল। আজ বুধবার বিকাল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মাঠে ফাইনালে নারায়নগঞ্জ জেলা দলের বিপক্ষে মাঠে নামবে তারা। খেলাটি বিটিভি ওয়ার্ল্ড এ সরাসরি সম্প্রচার করা হবে।

প্রথমবারের মত আয়োজিত এ টুর্নামেন্ট শুরুর আগেই ধাপে ধাপে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিলো অধিনায়ক, কোচ ও ক্রীড়া সংস্থার নীতি-নির্ধারকদের কন্ঠে। তদের কথারও কোনো হেরফের হয়নি। নিজেদের আত্মবিশ্বাসের ফলে সেমিফাইনালে ঢাকা জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্বকারী এ জেলা। এখন তাদের লক্ষ্য- জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা নিজেদের করে নেওয়া। এই লক্ষ্য পূরণ থেকে আর মাত্র একটি ধাপ দূরে আছেন অধিনায়ক ইফতেখার হোসেন কনিকের সহযোদ্ধারা।

এ প্রসঙ্গে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জাগো নিউজকে বলেন, ফেনীর ৬ উপজেলা থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষন দিই। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ফলে আমরা সেভাবেই এগিয়েছি। এখন আমাদের সামনে শিরোপা জয়ের ধাপ। আমার ছেলেরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত। আমার দৃঢ় বিশ্বাস ফেনীবাসীর দোয়ায় আমরা চ্যাম্পিয়ন হবো।

অনুর্ধ্ব-১৫ ফেনী জেলা দলের কোচ আশরাফুল আনোয়ার শিমুলও বললেন একই কথা। তিনি জাগো নিউজকে বলেন, জয় নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। অধিনায়ক ইফতেখার হোসেন কনিক বলেন, `ফাইনালে জয়ের বিকল্প ভাবছি না। প্রতিপক্ষ হিসেবে নারায়ণগঞ্জ শক্তিশালী। তবে আমরাও কম নই। আশা করি নিজেদের উজাড় শিরোপা ঘরে তুলব।`

জহিরুল হক মিলু/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।