শ্রীনিবাসনকে আদালতে নিচ্ছেন ডালমিয়ারা!


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে শুক্রবার কলকাতায় বিসিসিআইয়ের কার্যকরী কমিটি বৈঠকে যোগ দিয়েছিলেন শ্রীনিবাসন। এ অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি তাকে আদালতে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

গত শুক্রবার শ্রীনিবাসন হাজির হন বিসিসিআইএর কার্যনির্বাহী সভায়। সেখানে প্রবল প্রতিবাদের মুখে পড়েন তিনি। বৈঠক পণ্ড বা মুলতবি হয়। শ্রীনি সভায় উপস্থিত থাকতে পারেন কি না, তা আদালতে কাছ থেকে জানতে চায় বিসিসিআই। এ বিষয়ে ডালমিয়াবলেন, শ্রীনির ব্যাপারে কিছুদিনের মধ্যেই আমরা আদালতে যাচ্ছি।

আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা জানিয়েছেন, কার্যনির্বাহী কমিটির সভা ডাকতেও এখন আদালতের মত লাগবে। তার ভাষায়, শ্রীনিবাসের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় বৈঠক মুলতবি করা হয়। এ কারণে সুপ্রিম কোর্ট থেকে আমাদের ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা জানার পরে আমরা পরবর্তী বৈঠক ডাকতে পারবো।

উল্লেখ্য, আইপিএল ২০১৩ এর সময় শ্রীনির জামাতা গুরুনাথ মিয়াপ্পানের বেটিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এরপর তখনকার প্রেসিডেন্ট শ্রীনিকে বোর্ডের প্রধানের দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বোর্ডের কোনো কার্যক্রমেও তার থাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।