নেপালের ওপেন ভলিবলে বাংলাদেশের তিতাস ক্লাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৬ এপ্রিল ২০১৯

নেপালের পঞ্চরত্ন ইয়ুথ ক্লাব আয়োজিত ওপেন ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের তিতাস ক্লাব। ৭ থেকে ১১ এপ্রিল টুর্নামেন্ট হবে নেপালের ছিতোয়ানে। বাংলাদেশের তিতাস ক্লাব, ভারতের রেলওয়ে এবং নেপালের চারটি দল অংশ নেবে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে। শনিবার সকালে তিতাস ক্লাবের ১৪ সদস্যের দল নেপাল রওয়ানা হয়ে গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় আল জাবির জাগো নিউজকে জানিয়েছেন, ‘তিতাস ক্লাব চার জন খেলোয়াড় অন্য দল থেকে নিয়েছেন। তারা হলেন আল আমিন, ইমরান হায়দার, হরশিত বিশ্বাস ও রুহুল আমিন।’

তিতাস ক্লাবের জার্সিতে এক কথায় বাংলাদেশ জাতীয় দলটিই খেলতে যাচ্ছে নেপালের এ টুর্নামেন্টে। গত বছর নেপালে গিয়েছিল জাতীয় দল। সেটা ছিল নেপালের ভলিবল খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা উপলক্ষে একটা টুর্নামেন্ট।

তিতাস ক্লাবের কবে কার সঙ্গে খেলা তা ঠিক হয়নি এখনো। ‘আমরা ওখানে যাওয়ার পর ৬ দলের গ্রুপিং ও ফিক্শ্চার হবে। তখন জানা যাবে কবে আমাদের খেলা’- বলেছেন আল জাবির।

তিতাস ক্লাব দল
আল জাবির, রাতুল হালদার, মোহাম্মদ সোনা মিয়া, রেদোয়ানুর রহমান, আশরাফ উদ্দিন শেখ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল মমিন, আল আমিন, ইমরান হায়দার, হরশিত বিশ্বাস, রুহুল আমিন।

প্রধান কোচ: অসীম সাহা, সহকারী কোচ: সেলিম নাকিব পাশা ও ম্যানেজার: আশাফুদ-দাওলা।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।