জাতীয় টেবিল টেনিস শুরু শনিবার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৩৮ তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।

৬ দিনব্যাপী প্রতিযোগিতায় খেলা হবে পুরুষ একক, পুরষ দলগত, মহিলা একক, মহিলা দলগত, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে।

প্রতিযোগিতা উপলক্ষ্যে শুক্রবার টেবিল টেনিস ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন তথ্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীরসহ অন্যান্য কর্মকর্তাগণ।

শনিবার সকাল ১০ টায় প্রতিযোগিতা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিযোগিতায় ৩৫ জেলা, ৪ বিভাগ, ৩ সার্ভিসেস সংস্থা ও ২ বিশ্ববিদ্যালয়ের ১৩ জন নারী ও ৪৪ জন পুরুষ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।