দৌড়ে অটোকেও হারিয়ে দিলেন উসাইন বোল্ট
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্টকে শেষবার আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল ২০১৭ সালে লন্ডনে। বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ১০০ মিটারে ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে বিদায় নিয়েছিলেন জ্যামাইকান এই দৌড়বিদ। এরপর অবসরে গেছেন। মাঝের সময়টায় ফুটবল খেলোয়াড় হওয়ারও চেষ্টা করেছেন।
কিন্তু এত কিছুর পরও দৌড়ে তিনি আছেন আগের মতোই। তিনিই যে বিশ্বের দ্রুততম দৌড়বিদ সেটা আরও একবার প্রমাণ দিলেন পেরুর রাজধানী লিমায়। অতিথি হিসেবে লিমায় অ্যাথলেটিক স্টেডিয়ামে গিয়েছিলেন মাত্র ৩০ মিনিটের জন্য। যে স্টেডিয়ামেই হবে প্যান আমেরিকান এবং পারাপান আমেরিকান গেমস। সেখানে গিয়ে আবারও সবার মন জয় করে নেন কিংবদন্তি এই স্প্রিন্টার।
আরও একবার দৌড়ের প্রতিযোগিতায় নামলেন বোল্ট। তবে সেটা আর দশজন দৌড়বিদের সঙ্গে নয়, অটোরিকশার সঙ্গে। মজার ছলে অটোর সঙ্গেই ৫০ মিটারের দৌড়ে পাল্লা দেয়ার সিদ্ধান্ত নেন ইতিহাসের সর্বকালের সেরা এই স্প্রিন্টার। অবাক করা ব্যাপার, মোটরচালিত অটোও পেরে উঠেনি বোল্টের সঙ্গে।
অনায়াসেই 'প্রতিদ্বন্দ্বি' অটোকে হারিয়ে বোল্ট হাসতে হাসতে বললেন, 'দৌড়ের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক। তাকে ছেড়ে আমি থাকতে পারব না। ট্র্যাক থেকে সরে গিয়েছি অনেক আগেই। আমাকে তাই অনেকে বয়স্ক ভাবতে শুরু করেছেন। তাই এই গাড়িকে বেছে নিলাম। মনে হচ্ছে, গতিতে মন্থরতা আসেনি।'
কিংবদন্তি বোল্টের দৌড়ের গতি এখনও কমেনি। তার মতো হতে হলে তরুণ অ্যাথলেটদের কি করতে হবে? উত্তরসূরীদের জন্য বোল্টের পরামর্শ, 'কোনও কিছুর প্রত্যাশা না করে অনুশীলনে নিজেকে ডুবিয়ে দাও। তা হলেই সাফল্য তোমার কাছে এসে দাঁড়াবে। আমি এই মন্ত্রেই নিজেকে তৈরি করেছি।'
এমএমআর/এমএস