ফুটবলবিশ্ব আবারও দেখল রদ্রিগেজ ম্যাজিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৬ অক্টোবর ২০১৪

ক্লাবে যেমন-তেমন, হামেস রদ্রিগেজ জাতীয় দলে অসাধারণ। সন্দেহ রাখার উপায়ও নেই। কলম্বিয়ান জাতীয় দলে রাদামেল ফ্যালকাওয়ের আলো কেড়ে নিচ্ছেন তিনি।
 
ব্রাজিল বিশ্বকাপেই তার প্রমাণ রেখেছেন। জিতেছেন আসরটির সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’। এমন পারফরম্যান্স দেখে লোভ সামলাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রদ্রিগেজকে দলে ভিড়িয়েছে তারা।
 
কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে এসে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় ঢাকা পড়েছেন কলম্বিয়ান তারকা। অনেক দিনই হলো রদ্রিগেজের শো আর দেখা হয়নি। অবশেষে আবারও রদ্রিগেজ ম্যাজিক দেখল ফুটবলবিশ্ব। মঞ্চ সেই জাতীয় দল, কলম্বিয়া।
 
মঙ্গলবার কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে কলম্বিয়ার মান বাঁচালেন রদ্রিগেজ। ৭৪ মিনিটে তার দুর্দান্ত এক গোলেই ম্যাচটা ১-০ ব্যবধানে জিতেছে কলম্বিয়া।
 
ফিফা র‌্যাংকিংয়ের ১২০ নাম্বারে থাকা কানাডার বিপক্ষে নিজের ছায়া হয়েই ছিলেন আগের ম্যাচের হিরো রাদামেল ফ্যালকাও। কিন্তু শেষ পর্যন্ত অঘটন ঘটতে দেননি রদ্রিগেজ। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় কানাডার জালে বল জড়িয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।