নেইমারের ভুলেই কোপায় ব্যর্থ ব্রাজিল


প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩১ আগস্ট ২০১৫

বিশ্বকাপ হতাশার পর অধিনায়কের দায়িত্ব নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিলকে একের পর এক জয় উপহার দেন নেইমার। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় ব্যর্থ হয় ব্রাজিল। এবার কোপা আমেরিকার ব্যর্থতাকে নিজের কাঁধে তুলে নিলেন ব্রাজিল তারকা। তবে এর সাথে ঘরের মাঠে আসন্ন অলিম্পিকে চোখ রেখেছেন বার্সেলোনার এ তারকা স্ট্রাইকার।

কোপা আমেরিকার মিশন সফল না হওয়ার কারণ জানাতে গিয়ে এতোদিন পর নেইমার জানালেন, তার নিজের জন্যই ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া করেছে।

চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে গ্রুপপর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হেরে বসে ব্রাজিল। ঐ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন নেইমার। সে ম্যাচে অধিনায়ক নেইমারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

এ প্রসঙ্গে ২৩ বছর বয়সী নেইমার জানান, আমি জানি আমার কারণেই কোপা আমেরিকাতে ব্রাজিলকে ভুগতে হয়েছে। তবে, আমি কোনো হতাশা অনুভব করছি না। কারণ, সত্যিই আমার ভুল ছিল, আমার দোষ ছিল। নিজের ভুল স্বীকার করে নিয়ে বলছি, ভুল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।

আবারো নিজেদের মাটিতে আরেকটি বড় আসরে মাঠে নামবে ব্রাজিল। ২০১৬’র অলিম্পিক গেমসের আসর বসছে রিও ডি জেনিরোতে। এ আসরে নিজের দলকে নিয়ে আশাবাদী নেইমার। তিনি বলেন, ব্রাজিলের সকল সমর্থক জানে আমি অলিম্পিকে খেলতে চাই। আমার ইচ্ছা সকলে আমাকে বুঝতে পারবেন, আমার পাশে থাকবেন। আমাকে স্বাধীনভাবে খেলার জন্য সমর্থন দেবেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।