হকিতে মুখোমুখি দুই পক্ষ
বাংলাদেশ হকি ফেডারেশনের নিবর্বাচনে মুখোমুখি দুই পক্ষ। রোববার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার দিন। ২৮ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ৬৮টি।
ফেডারেশনের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ সম্পাদক পদ। এই তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মোহামেডানের কাউন্সিলর মমিনুল হক সাঈদ, ঊষা ক্রীড়া চক্রের আবদুর রশিদ শিকদার ও জাতীয় ক্রীড়া পরিষদের আবদুস সাদেক সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে এ পদে শেষ পর্যন্ত লড়াই হবে ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান এবং আবাহনীর দুই কাউন্সিলর সাঈদ এবং সাদেকের মধ্যে।
যারা মনোনয়নপত্র জমা দিলেন
সহসভাপতি : আবদুর রশিদ শিকদার, প্রতাপ শঙ্কর হাজরা, সৈয়দ মোস্তাক আলী মুকুল, সারওয়ার হোসেন, মাহমুদ রিবন, নুরে আলম খোকন, একেএম মমিনুল হক সাঈদ, সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ, মোস্তাবা জামান, মোহাম্মদ ইউসুফ আলী ও কামরুজ্জামান চৌধুরী।
সাধারণ সম্পাদক : একেএম মমিনুল হক সাঈদ, আবদুর রশিদ শিকদার ও আবদুস সাদেক।
যুগ্ম সম্পাদক : কামরুল ইসলাম কিসমত, বদরুল ইসলাম দিপু, মোসাম্মাৎ আনোয়ারা সরকার, মাহাবুল এহছান রানা ও মোহাম্মদ ইউসুফ।
কোষাধ্যক্ষ : কাজী মইনুজ্জামান পিলা ও হাজী মো. হুমায়ুন।
সদস্য : খাজা তাহের লতিফ মুন্না, বদরুল ইসলাম দিপু, হাজী মো. হুমায়ুন, সাফায়াত হোসেন, সারওয়ার হোসেন, মো. আসলাম, জামিল আবদুন নাসের, মোস্তাক হোসেন মোনা, কাজী শরীফ উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম ফারুকী, কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল, রেজাউল করিম রিপন, শহিদ উল্লাহ টিটু, রতন কুমার রায়, আনোয়ারা সরকার, মাহফুজুল আলম, মাহমুদ রিবন, হাজী এমএ সাত্তার, মো. হাবিবুর রহমান, মো. হোসেন মনির, মেহেদী হাসান, নুরে আলম খোকন, তারিকুজ্জামান, আনোয়ার হোসেন খান, রফিকুল ইসলাম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, তৌফিকুর রহমান রতন, মাহবুব মোর্শেদ আলম, জাফরুল আহসান, মাহবুব হারুন, টুটুল কুমার নাগ, তারেক এএ আদেল, হারুন-অর-রশিদ রিংকু, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, জহিরুল ইসলাম মিতুল, জাহিদ হোসেন, হাজী এমএ সাত্তার, সৈয়দ মাহমুদুল হক, মাহবুব মোর্শেদ আহমেদ শামীম, মামুনুর রশিদ, মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ, মো. সাফিন ভুইয়া, মোহাম্মদ আলমগীর আলম ও মোহাম্মদ এহসান।
আরআই/আইএইচএস/পিআর