জর্ডান রাজকুমারী মাঠে নামলেন না


প্রকাশিত: ০৫:০২ এএম, ১৬ অক্টোবর ২০১৪

জর্ডানের রাজকুমারী এইচ.আর.এইচ প্রিন্সেস সাফা ফিরাজ। জর্ডান অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বাংলাদেশে এসেছেন এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে।

বাংলাদেশে আসার পর সংবাদ সম্মেলনে তার সম্পর্কে জানা যায়। রাজকুমারী হওয়ার কারণে তার নিরাপত্তা একটু বেশিই। শুধু তাই নয়, জর্ডানের অন্য খেলোয়াড়দের মতো তিনিও মিডিয়া বিমুখ। মিডিয়া দেখলেই জর্ডানের মেয়েরা নিজেদের আড়াল করতে ব্যস্ত থাকেন।

বুধবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে জর্ডান। প্রত্যাশা ছিল ম্যাচের শুরু থেকেই মাঠে নামবেন ২৭ নম্বর জার্সি পরিহিত  সাফা। কিন্তু না, মূল একাদশে জায়গা হয়নি তার।

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় কিনা সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর বাড়ল। কিন্তু না, বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামানো হয়নি তাকে। ফলে জর্ডানের রাজকুমারীকে মাঠে দেখার সকলের যে প্রত্যাশা সেটা আর হয়নি।

তবে এখানেই শেষ হয়ে যায়নি সুযোগ। আরো চারটি ম্যাচ বাকি রয়েছে জর্ডানের। সেগুলোর যেকোনো ম্যাচে হয়তো দেখা মিলতে পারে রাজকুমারীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।