বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু


প্রকাশিত: ০৭:২৬ এএম, ৩০ আগস্ট ২০১৫

প্রাকৃতিক রূপ লাবণ্যে অনন্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে ২০১৪ সালের পর আবার শুরু হয়েছে ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট। চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

শনিবার অনুষ্ঠিত প্রথম দিনের খেলায় কোটবাজার খেলায়াড় সমিতি ৩-২ গোলে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ পরাজিত করে।

এবারের এই ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা পাবে। রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা। অন্যান্য সকল দলকে অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।