হকির মনোনয়নপত্র বিক্রিতে ‘বিশেষ মূল্য ছাড়’
বিষয়টা অদ্ভুত! বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়নপত্র বিক্রিতে বিশেষ ‘মূল্য ছাড়’ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত নির্বাচন কমিশন। কারো জন্য একটি মনোনয়নপত্রের দাম ২০০০ টাকা। কারো একশভাগ ছাড়। অর্থাৎ বিনামূল্যে।
হকি ফেডারেশনের ৫ সহ-সভাপতি, ১ সাধারণ সম্পাদক, ২ যুগ্ম সম্পাদক, ১ কোষাধক্ষ্য এবং ১৯ সদস্য- এই ২৮ পদের নির্বাচনের জন্য ৮ এপ্রিল ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. শাহ আলম সরদারকে প্রধান করে গঠিত নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। ২৪ ও ২৫ মার্চ মনোনয়ন পত্র বিতরণ করবে তারা। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ২০০০ টাকা। প্রায় ২ বছর আগে ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে একই মূল্যে ১১১টি মনোনয়নপত্র বিক্রি (২ লাখ ২২ হাজার টাকা) করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। পরে নির্বাচন আর হয়নি।
মনোনয়নপত্র জমার আগের দিন ২০১৭ সালের ১৬ আগস্ট নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। ভোটের দিন নির্ধারণ ছিল ওই মাসের ২৭ তারিখে।
নির্বাচন স্থগিত করে জাতীয় ক্রীড়া পরিষদ বলেছিল, ‘নতুন তফসিল ঘোষণা করা হলে নির্বাচনী কার্যক্রম শুরু হবে মনোনয়নপত্র জমার মধ্যে দিয়ে; কিন্তু এরপর অনেক পানি গড়িয়েছে। নির্বাচন হয়নি। নতুন করে অ্যাডহক কমিটি গঠন হয়েছে। ১৯ মাস পর আবারও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে রোববার।
ওই সময়ে মনোনয়নপত্র ক্রয় করা কেউ এবার ভোটে অংশ নিতে চাইলে তাদের জন্যই জাতীয় ক্রীড়া পরিষদের এই বিশেষ ছাড়ের ব্যবস্থা। যারা রাগে-ক্ষোভে মনোনয়নপত্র ক্রয়ের রশিদ ছিড়ে ফেলেছেন বা হারিয়ে ফেলেছেন তাদের অবশ্য এ সুযোগটা থাকছে না। মনোয়নপত্র ক্রয়ের সময় ১৯ মাস আগের ওই প্রমাণাদি উপস্থাপন করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদে। তাহলেই মনোনয়নপত্র পাওয়া যাবে বিনামূল্যে।
হকির নির্বাচনের তফসিল
১০ মার্চ : খসড়া ভোটার তালিকা প্রকাশ
১৯ মার্চ : খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ।
২০ মার্চ : খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তির শুনানি।
২১ মার্চ : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
২৪ ও ২৫ মার্চ : মনোনয়নপত্র বিতরণ।
৩১ মার্চ : মনোনয়নপত্র দাখিল।
১ এপ্রিল : মনোনয়নপত্র বাছাই।
২ এপ্রিল : বাতিল হওয়া মনোনয়নপত্রের উপর আপিল গ্রহণ।
৩ এপ্রিল : মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি।
৪ এপ্রিল : মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
৮ এপ্রিল : ভোট গ্রহণ (সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা)।
আরআই/আইএইচএস/পিআর