চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৫ অক্টোবর ২০১৪

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছে বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত এম ফজলুল করিম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯৮৪ সালের বিসিএসের মাধ্যমে তার কূটনীতিক জীবন শুরু হয়। কূটনৈতিক হিসেবে তিনি ইতালি, সৌদি আরব ও জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশন, জাকার্তা এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন ও হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।