ব্রাজিল দলে ডাক পেলেন রাফিনহা-কুতিনহো


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৯ আগস্ট ২০১৫

সাম্প্রতীক সময়ে ইনজুরির কারণে ব্রাজিলের জাতীয় দল নিয়ে বেশ সমস্যায় আছেন দুঙ্গা। তবে এবার অস্কার ও রামিরেসের ইনজুরির কারণে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ফিলিপ কুতিনহো ও রাফিনহা। আগামী ৫ সেপ্টেম্বর কোস্টারিকা এবং তিনদিন পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে। সেই কারণেই দলে নতুন করে ডাকা হয়েছে লিভারপুলর কোটিনহো ও বার্সেলোনার রাফিনহাকে।

এর আগে দুঙ্গার বিবেচনায় প্রাথমিক দলে ছিলেন না কোটিনহো। আর দুঙ্গার এই সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্য’ হিসেবে আখ্যায়িত করেছিলেন লিভারপুল বস ব্রেন্ডন রজার্স। তবে নতুন করে ডাক পাওয়ায় এখন তিনি ক্লাব সতীর্থ রবার্তো ফারমিনহোর সাথে যোগ দিতে যাচ্ছেন।

অন্যদিকে স্পেনের অনুর্ধ্ব-১৯ দলে খেলা রাফিনহার এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে জাতীয় দলে অভিষেকের সুযোগ হয়নি। ধারনা করা হচ্ছে এবারের দলে জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নামতে পারবেন। ইনজুরির কারণে বার্সেলোনা ফুল-ব্যাক ছিটকে পড়ার পরে তার স্থানে ফ্যাবিনহোকে দলভূক্ত করা হয়েছে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।