মাঠে ঢুকে পড়া দর্শকের সঙ্গে ধোনির ‘লুকোচুরি’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৬ মার্চ ২০১৯

সারাবিশ্ব জুড়ে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভক্ত-সমর্থকের কমতি নেই। যেখানেই খেলতে যান না কেন, ভক্তদের আবদার মেটানোর ‘বিড়ম্বনা’য় পড়তেই হয় উইকেটরক্ষক এ ব্যাটসম্যানকে।

যার মধ্যে রয়েছে ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের মাঠে ঢুকে পড়া এবং এক দৌড়ে এসে ধোনিকে আলিঙ্গনে সিক্ত করা। বেশ কয়েকবার এমন ঘটনার সাক্ষী হয়ে ধোনি যেন মানিয়েই নিয়েছেন এর সঙ্গে। এখন আর অস্বাভাবিক কিছু মনে করেন না মাঠের মধ্যে দর্শক ঢুকে পড়াটাকে।

তাই তো মঙ্গলবার রাতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ঢুকে পড়া এক দর্শকের সঙ্গে মেতে উঠলেন লুকোচুরি খেলায়। ঘটনার আকস্মিকতায় অবাক না হয়ে বেশ মজার সঙ্গে তা সামাল দিয়েছেন এক সময়ের ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এম এস ধোনি।

ঘটনা ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুর ঠিক আগে। অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ভর করে ২৫০ রানের সংগ্রহ পায় ভারত। এ পুঁজি নিয়ে অসিদের বিপক্ষে বল হাতে নামার সময়েই মাঠের মধ্যে ঢুকে পড়েন সাদা টি-শার্ট পরা এক দর্শক। যার পেছনে ধোনির জার্সি নম্বর এবং লেখা ‘থালা’ যার অর্থ বড় ভাই।

dhoni2

সে দর্শক মাঠে ঢুকেই খুঁজতে শুরু করেন ধোনিকে, তা টের পেয়ে রোহিত শর্মার পেছনে লুকিয়ে যান ধোনি। প্রথমে আম্বাতি রাইডুকে ধরে নিরাশ হন সে দর্শক কিন্তু পরমুহূর্তেই পেয়ে যান ধোনিকে। সঙ্গে সঙ্গে দৌড় দেন প্রিয় তারকার উদ্দেশ্যে।

তা দেখে দৌড় শুরু করেন ধোনিও। বেশ কয়েকবার মাঠের মধ্যেই দর্শকের সঙ্গে ঘুরপাক করে পিচের মধ্যে এসে দাঁড়ান ধোনি। ক্লান্ত দর্শক যেনো রেহাই পান এতে। হাসতে থাকা ধোনি বুকে জড়িয়ে নেন নিজের ভক্তকে, পায়ে পড়ে শ্রদ্ধাও জানান সে দর্শকটি। নিজের প্রিয় তারকাকে ছুঁয়ে দেখার তৃপ্তি তখন তার চোখে মুখে।

কিন্তু এ সন্তুষ্টি বা খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সে দর্শকের। কেননা ঘটনা থামতেই নিরাপত্তীকর্মীরা ঘিরে ধরে তাকে এবং একপ্রকার টেনে-হিঁচড়েই নিয়ে যান মাঠের বাইরে। সে দর্শকের শেষ পরিণতি কী হয়েছে তা সম্পর্কে কিছু জানায়নি নিরাপত্তা কর্মীরা।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।