আর্জেন্টিনা ছাড়ব কখনোই বলিনি : মেসি


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৯ আগস্ট ২০১৫

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনা দলের হয়ে আর খেলছেন না মেসি। তবে মিডিয়ার এসব খবরকে মিথ্যাচার বলছেন সদ্যই উয়েফা বর্ষসেরার পুরস্কার জয়ী মেসি।

ইএসপিএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, `জাতীয় দলের হয়ে খেলব না, এ কথা আমি কখনোই বলিনি। সব মিডিয়ার সৃষ্টি। এরকম কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। এর আগেও আমাকে ঘিরে অনেক সমালোচনা হয়েছে। সামনে আমাদের প্রীতি ম্যাচ রয়েছে। কোচ আমাকে মূল একাদশে রাখলে অবশ্যই নিজের সেরাটা দিয়েই খেলব।`

আগামী মাসেই বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ০৫ ও ০৮ সেপ্টেম্বর। ইতোমধ্যেই মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ মার্টিনো।

এদিকে আর মাত্র ১১টি গোল করলেই আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন মেসি। এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৪৬টি গোল করেছেন চারবারের বিশ্বসেরা এ খেলোয়াড়। অন্যদিকে, শীর্ষে থাকা কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা ৭৮ ম্যাচে করেন ৫৬ গোল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।