অবসরের কথা ভাবছেন বোল্ট


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৯ আগস্ট ২০১৫

আলো ঝলমলে এক ক্যারিয়ারের অবসানের কথা ভাবছেন স্প্রিন্ট কিং জ্যামাইকার উসাইন বোল্ট। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠানরত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ন জয়ের পর আগামী বছর রিও অলিম্পিকের মধ্য দিয়ে অবসরের কথা ভাবছেন বোল্ট।

জ্যামাইকান এই তারকা অ্যাথলেট বলেন, `২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশীপে তার অংশগ্রহণের সম্ভাবনা ফিফটি ফিফটি। বরং রিও ডি জেনিরো অলিম্পিকই হতে পারে তার ক্যারিয়ারের শেষ মিশন।`

বোল্ট বলেন, `আমার মনে হয় আমার পৃষ্ঠপোষকরা চায় রিওর পরও আরো কয়েক বছর আমি যেন দৌড়ানো অব্যাহত রাখি। আমার কোচ বলেছেন, শোন, তুমি যদি লন্ডনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপকে গুরুত্বসহকারে না নাও তাহলে আমি জোর করবো না।`

বোল্ট আরও বলেন, `তবে সবকিছু নির্ভর করছে রিওতে আমি কি করতে পারছি, তার ওপর। আমার যা অনুভুতি তাতে মনে হচ্ছে হয়তো আর এক মৌসুম পর্যন্ত আমি আমার শরীরটাকে টেনে নিয়ে যেতে পারব। লক্ষ্য পুরণ করতে হলে আমাকে মনস্থির করতে হবে। আর সেই মনোযোগটা আমি আনতে পারব রিও প্রতিযোগিতায় অংশগ্রহণের পর। সুতরাং আমাদের এখন তাকিয়ে থাকতে হবে রিও অলিম্পিকের পারফর্মেন্স কেমন হচ্ছে তার দিকে।`

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।