নিরাপত্তা বিলের প্রতিবাদে টোকিওতে ছাত্রদের অনশন


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৮ আগস্ট ২০১৫

জাপানে নিরাপত্তা বিলের প্রতিবাদে টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র দেশটির পার্লামেন্ট ভবনের সামনে বিরল অনশন কর্মসূচি পালন করেছে।

বিলটি পাশ হলে জাপান বিদেশে যুদ্ধে জড়িয়ে পড়বে বলে সমালোচকরা আশঙ্কা করছে।

ছাত্রদের এই অনশনের ফলে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সমর্থিত একটি প্রস্তাবিত আইনের ক্রমবর্ধমান বিরোধিতার চিত্রটিই স্পষ্টভাবে ফুটে উঠল।

জাপানের ন্যাশনাল বার অ্যাসোসিয়েশন এই পরিবর্তন বাস্তবায়ন প্রতিরোধে সচেষ্ট হওয়ার মাত্র কয়েক দিন পরই ছাত্ররা এই প্রতিবাদ করল।

বিলটি পাশ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বারের মতো জাপানের সৈন্যরা বিদেশে যুদ্ধে অংশ গ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার বিকেলে ডায়েট ভবনের সামনে চার ছাত্র অনশন শুরু করে। বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

অনশনকারীরা জানান, যতক্ষণ পর্যন্ত তারা ‘শারীরিকভাবে সক্ষম’ থাকবেন ততক্ষণ পর্যন্ত খাবার ও পানি গ্রহণ করবেন না।

অনশনকারীদের ১৯ বছর বয়সী শোতারো কিমোতো বলেন, ‘অনশন পালনের মাধ্যমে একজন তার জীবনকে হুমকির দিকে ঠেলে দেয়। কিন্তু আমি মনে করি সরাসরি এই বিলটির বিরোধিতা করার অন্য কোনো উপায় নেই।’ তিনি মর্যাদাসম্পন্ন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তিনি আরো বলেন, ‘সংসদে এই বিলটি নিয়ে বিতর্ক বন্ধ হলে আমাদের লক্ষ্য অর্জিত হবে।’ প্রস্তাবিত নতুন বিধিতে জাপান বা তার জনগণের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি না থাকলেও আত্মরক্ষা বাহিনীর সৈন্যরা মিত্র রাষ্ট্রকে রক্ষা করতে বিদেশে রণাঙ্গণে যেতে পারবে। গত মাসে জাপানের শক্তিশালী নিম্নকক্ষে বিলটি পাশ হয়।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।