দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ পালন


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০১৫
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
বৃহস্পতিবার বেলা ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে একটি মিছিল শাহবাগমোড় থেকে শুরু হয়ে কাঁটাবনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইখতিয়ার কবির, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিয়া মোহাম্মদ রাসেল, নুরুল হুদা বাবু প্রমুখ।
 
বাংলা একাডেমির সামনে ঢাবি ছাত্রদল নেতা আল-মেহেদী তালুকদারের নেতৃত্বে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা বাপ্পু সরকার, ইকবাল হোসাইন শ্যামল; মুজিব হলের করিম প্রধান রনি, আফজাল হোসেন, জহুরুল হক হলের আনিসুর প্রমুখ।
 
একই সময়ে ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি কামার হোসেনের নেতৃত্বে মালিবাগে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
 
এদিকে, তেঁজাগাও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন বেলালের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বেলাল, সুবীর, রাফী, ফরিদ, সুমন নামে ছাত্রদলের  পাঁচ কর্মী।
 
বিক্ষোভ মিছিল করেছে, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, ঢাকা কলেজ, দারুসসালাম থানা ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চকবাজার থানা ছাত্রদল, পল্লবী থানা ছাত্রদল, শাহাজানপুর, খিঁলগাও, সবুজবাগ থানা ছাত্রদল, কামরাঙ্গী চর থানা ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
 
জেলা শহরগুলোর মধ্যে বিক্ষোভ মিছিল করেছে, চুয়াডাঙ্গা জেলা, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, হাটহাজারী উপজেলা ছাত্রদল, মৌলভীবাজার, গাজীপুর এবং দিনাজপুর জেলা ছাত্রদল।
 
এদিকে, সারাদেশে স্বতস্ফুর্তভাবে মিছিলে অংশগ্রহন করায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে সকল নেতা-কর্মীকে অভিনন্দন জানিয়েছেন।
 
এমএইচ/একে/এমআরআই
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।