প্রথমবারের মতো এশিয়ান হকি ফেডারেশনে বাংলাদেশের দুইজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার আবার হয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। নতুন করে যোগ হয়েছেন সাজেদ এ এ আদেল। তিনি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার জাপানের গিফু শহরে হয়েছে এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেস। তবে কোনো পদেই ভোট হয়নি। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটি তৈরি করেছে।

সাজেদ এ এ আদেল বাংলাদেশের হকি ফেডারেশন মনোনীত প্রার্থী হিসেবে নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন। আর আবদুর রশিদ শিকদারকে কো-অফট করে নেয়া হয়েছে।

জাপান থেকে আবদুর রশিদ শিকদার জাগো নিউজকে জানিয়েছেন, ‘২০ বছর ধরে এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে আমার সম্পর্ক। আমি সেই পুরস্কারই পেয়েছি। এটা কেবল আমারই নয়, বাংলাদেশের জন্যই বড় এক সম্মান।’

বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি থাকেন। তবে এই প্রথম এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে এক সঙ্গে বাংলাদেশের দুইজন সংগঠকের জায়গা হয়েছে।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।