জীবননগর সীমান্তে বিদুৎস্পৃষ্ট হয়ে ২ বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৫ অক্টোবর ২০১৪

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিদুৎস্পৃষ্ট হয়ে সুজা উদ্দীন (৩৫) ও আনন্দ (২৮) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত সুজা উদ্দীন উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামের আলী গেজার ছেলে। আনন্দ একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বুধবার সকালে স্থানীয় গ্রামবাসী ও স্বজনেরা লাশ দুটি উদ্ধার করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, আজ (বুধবার) ভোররাত তিনটার দিকে ওই দুই বাংলাদেশি সীমান্তের ৬৭/২ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। প্রবেশের পর শস্যখেতের মধ্যে বৈদ্যুতিক পাম্পের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।

পরে গ্রামবাসী ও স্বজনেরা নিহত দুজনের লাশ সকালে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহত ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।