আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দাবায় চ্যাম্পিয়ন দুলাল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেকেন্ড ওপেন এয়ার ইন্টারন্যাশনাল ব্লিটস রেটিং চেস টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আয়োজক দলের মো. আনোয়ার হোসেন দুলাল। তিনি ৬ খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

সমান খেলায় সমান ৬ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে রফিকুল ইসলাম রানারআপ এবং আমিনুল ইসলাম তৃতীয় হয়েছেন। ৫.৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে আব্দুর রউফ এবং গোলাম সারোয়ার।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৬ বিভাগে সেরা হয়েছেন রুশিল আধীন রেজা এবং মহিলা বিভাগে সেরা হয়েছেন স্বর্ণা তরফদার। সেরা আনরেটেড দাবাড়ুর পুরস্কার পেয়েছেন রুবেল হোসেন। প্রতিযোগিতায় একজন স্প্যানিশসহ ৭১ জন দাবাড়ু অংশগ্রহণ করে

খেলা শেষে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ সাধারণ সম্পাদক ড. সেলিমুজ্জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআই/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।