ইলিশ ধরায় নিষেধাজ্ঞা


প্রকাশিত: ১০:৩০ এএম, ২৭ আগস্ট ২০১৫
ফাইল ছবি

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রজনন এলাকাগুলোতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সংরক্ষণ সংক্রান্ত সভায় একথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

তিনি বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রজনন এলাকাগুলোতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় পর্যন্ত সংশ্লিষ্ট জেলেদের রেশন দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।