ফাইনালের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৭ আগস্ট ২০১৫

নেপালের কাঠমান্ডুর ললিতপুরে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। সেমিফাইনালের এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটো বলেন, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সামর্থ্য তার শিষ্যদের রয়েছে। অধিনায়ক মাশুক জনিও জয়ের কথা জানিয়ে বলেছেন, আমরা জেতার জন্যই মাঠে নামব। নিজেদের খেলাটা যদি খেলতে পারি তবে, ভারতকে হারিয়ে আমরাই ফাইনালে উঠব।

গ্রুপপর্বে ভুটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে, গ্রুপপর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে স্বাগতিক নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয় বাংলাদেশ।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।