কাতারেই পাকিস্তানের সুপার লিগ


প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৬ আগস্ট ২০১৫

অবশেষে আলোর মুখ দেখছে পাকিস্তানের সুপার লিগ (পিএসএল)। আগামী বছরের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে দেশটির প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বুধবার পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ঘোষণা দেয়।

পিসিবি জানিয়েছে, পাঁচ প্রাদেশিক রাজধানী লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা ও ইসলামাবাদকে নিয়ে পিএসএলের প্রথম আসরের খেলা হবে ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ ডলার পর্যন্ত হবে।

পিসিবি প্রধান নাজাম সেঠি জানান, সবার সঙ্গে আলোচনা করে পাকিস্তান সুপার লিগের প্রথম আসরের জন্য তারা দোহাকে বেছে নেয়া হয়েছে। ২০১৬ সালের এই টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ২৪টি ম্যাচ। পরবর্তী আসরগুলোতে বাড়তে পারে দলের সংখ্যা।

টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত করেনি পিসিবি। তবে তাদের বিশ্বাস, ভারত ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটারদের পাওয়া যাবে।

## পাকিস্তান সুপার লীগ হবে কাতারে!

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।