আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব শুরু শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক সংগঠন আবৃত্তি একাডেমির সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী উৎসব শুরু হচ্ছে শুক্রবার থেকে।
আগামী শুক্র ও শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি’র ‘সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি’ মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে।
প্রথমদিন শুক্রবার বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর-এ সাত্তার কল্লোল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.হিমেল বরকত এবং লেখক ও প্রাবন্ধিক বিলু কবির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আবৃত্তি একাডেমির সাবেক পরিচালক সারমিন ইসলাম জুঁই। এছাড়া সন্ধ্যা ৭ টায় পরিবেশিত হবে দলীয় আবৃত্তি প্রযোজনা “পথ কবিতার আসর”।
শনিবার উৎসবের দ্বিতীয় দিনে থাকছে আলোচনা সভা, সনদ বিতরণ, সম্মাননা প্রদান ও আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি পরিবেশনা।
এদিন বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন আবৃত্তি একাডেমির পরিচালক দিলসাদ জাহান পিউলী।
এফএইচ/এসকেডি