রাঙামাটিতে মহিলা সমিতির বিক্ষোভ


প্রকাশিত: ১০:২১ এএম, ১৪ অক্টোবর ২০১৪

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি লংঘনের অভিযোগ এনে রাঙামাটিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি। মঙ্গলবার সকালে সংগঠনটির উদ্যোগে রাঙামাটি জনসংহতি সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলবের করা হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক পথ সভায় বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমা প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন বলেন, পার্বত্য চুক্তির লংঘন করে পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন সংশেধনের উদ্যোগ নিয়েছে সরকার। পার্বত্য চুক্তির সাথে সাংঘর্ষিক বিষয় পরিহার করে চুক্তি মোতাবেক সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।