আপিল করতে পারবেন সাকিব


প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৮ জুলাই ২০১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ষষ্ঠ সভায় দেওয়া শাস্তির বিরুদ্ধে বোর্ডের কাছে আপিল করতে পারবেন দেশসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ কথা জানান। কোচের সঙ্গে দুর্ব্যবহার ও আচারণগত সমস্যার কারণে সাকিবকে দেশের হয়ে ছয় মাস ও বিদেশে ১৮ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। কোচের সঙ্গে খারাপ আচরণের পর সাকিব অনুতপ্ত হয়েছেন ও দুঃখ প্রকাশ করেছেন। নিজের ভুল বোর্ড সভাপতির কাছে স্বীকার করেছেন। কিন্তু তাতেও লাভ হয়নি। বোর্ড সভায় অন্য পরিচালকরা সাকিবের পক্ষে বোর্ড সভাপতিকে থাকতে দেননি। কয়েকজন পরিচালক চেয়েছিলেন সাকিবকে দুই বছরের জন্যে নিষিদ্ধ করা হোক।

সাকিব আমাদের রোল মডেল। তার আচরণগত সমস্যা এতই মারাত্মক যে এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন কাউকে এর আগে পাইনি। তারচেয়ে বেশি বিপজ্জনক কিছু কিছু (খেলোয়াড়) তার মতো করা শুরু করেছেন। এটা আমাদের ক্রিকেটের জন্য সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। এমনটি ছিল বোর্ড সভাপতির বক্তব্য। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আপিল করার অধিকার সাকিবের রয়েছে। সাকিব চাইলে বোর্ডের কাছে আপিল করতে পারবে। তবে তার শাস্তি কতটুকু কমানো হবে সেটা বোর্ডের ব্যাপার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।