বাড়ি বিক্রি করলেন বেকহাম


প্রকাশিত: ১০:৪২ এএম, ২৫ আগস্ট ২০১৫

এলএ গ্যালাক্সিতে নাম লেখানোর পর থেকে মাদ্রিদে খুব একটা যাওয়া হয় না ডেভিড বেকহামের। তাই এবার মাদ্রিদে নিজের সুবিশাল বাড়িটি বিক্রি করে দিলেন চল্লিশ বছর বয়সী এ মিডফিল্ডার।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় মাদ্রিদে একটি বিলাশবহুল বাড়ি কিনেছিলেন ডেভিড বেকহাম। যার আয়োতন আট হাজার স্কয়ার মিটার। মাদ্রিদের এক ব্যবসায়ীর কাছে প্রায় ছয় মিলিয়ন ইউরোর বিনিময়ে বাড়িটি বিক্রি করেছেন বেকহাম।

মাদ্রিদের আবাসিক এলাকা লা মোরালেজায় বেকহামের বাড়িটির অবস্থান। ২০০৩ সালে তিনি ৪.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এটি ক্রয় করেন। সুবিশাল বাড়িটির ভেতর-বাইরে দুটি সুইমিংপুল রয়েছে। একটি টেনিস কোর্ট, বিনোদনের জন্য আলাদা জায়গাসহ মিনি সাইজের একটি ফুটবল মাঠও রয়েছে।

বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে জীবনযাপন করছেন বেকহাম। ক্যালিফোর্নিয়া, ফ্রান্স ও দুবাইতেও তার বিলাশবহুল বাড়ি রয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।