বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা শুরু

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে রোববার শুরু হয়েছে দশম বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা। জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুমসহ ৪৫ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

খেলা হচ্ছে ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে। প্রথম রাউন্ডের ২০ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। বিজয়ীদের নগদ ৬৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।

জাতীয় ক্রীড়া পরিষদে দাবা ফেডারেশনের কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আবদুল্লাহ। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, ফিদের ৩.২ জোনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, পৃষ্ঠপোষক বেগম লায়লা আলম ও টেট্রা হেডরন ইনস ইউএসএ -এর ভাইস প্রেসিডেন্ট ড. নাসরিন জাহান এবং বেগম লায়লা আলমের দুই ছেলে ওয়াজির আলম ও ড. ওয়াকি আলম।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।