জাতীয় অ্যাথলেটিকসে সেরা সেনাবাহিনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪১ আসরের মতো এবারও বিজয়ের পতাকা উড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা।

শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হওয়া ৪২ তম জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী ১৬ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ১৭ ব্রোঞ্জ নিয়ে পেছনে ফেলেছে বাংলাদেশ নৌবাহিনীকে। ১৫ স্বর্ণ, ২১ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে গত জুলাইয়ে সামার মিটে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। ৬ মাসের ব্যবধানে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলো বাংলাদেশ সেনাবাহিনী।

এবার তৃতীয় হয়েছে বাংলাদেশ জেল ২ স্বর্ণ, ১ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ নিয়ে। বিকেএসপিও পেয়েছে ২ স্বর্ণ ও ১ রৌপ্য। একটি ব্রোঞ্জ কম পেয়ে তারা বিকেএসপির পেছনে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ১ স্বর্ণ ও ৩ ব্রোঞ্জ নিয়ে হয়েছে পঞ্চম। এর বাইরে পদক তালিকায় নাম উঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তারা পেয়েছে ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জ।

বাংলাদেশ সেনাবাহনীর ১৬ স্বর্ণের চারটিই জিতেছেন নারী অ্যাথলেট সুমি আক্তার। সুমি ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।