আবার শিরিনকে হারিয়ে ২০০ মিটারে সেরা সোহাগী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

৬ মাসের ব্যবধানে ২০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তারকে দ্বিতীয়বারের মতো পরাস্ত করে স্বর্ণ জিতলেন সোহাগী আক্তার। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে ৪২ তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের শেষ দিনে বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তার ২৫.০৬ সেকেন্ড সময় নিয়ে চতুর্থবারের মতো জিতেছেন এ ইভেন্টের স্বর্ণ।

শুক্রবার ১০০ মিটার স্প্রিন্টে শিরিনের কাছে হেরেছেন সোহাগী। ২০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা তাই চ্যালেঞ্জ ছিল সোহাগীর। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শিরিনকে ০০.০২ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হেসেছেন শেরপুরের এ যুবতী। গত বছর জুলাইয়ে সামার অ্যাথলেটিকসে ২৫.১০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন সোহাগী। সেটি ছিল হ্যান্ড টাইমিং।

সোহাগী স্বর্ণ জিতেছেন ২০১৩ সালে জাকিয়া সুলতানার করা ২৫.১৩ সেকেন্ডের রেকর্ড ভেঙে। জাকিয়ার টাইমিং ছিল ইলেকট্রনিক। তবে এর চেয়ে কম সময়ে দৌড়ানোর রেকর্ড আছে নাজমুন্নাহার বিউটির। হ্যান্ড টাইমিংয়ে তিনি ২৪.৩০ সেকেন্ডে স্বর্ণ জিতেছিলেন ২০০৬ সালে।

চারবার ২০০ মিটারে স্বর্ণ জয়ের পর সোহাগী এখন স্বপ্ন দেখছেন দ্রুততম মানবী হওয়ার। ‘দ্রুততম মানবী হওয়ার ইচ্ছে তো সব সময়ই জাগে। এবারও পারিনি। তবে ভালো অনুশীলন করতে পারলে দেশের দ্রুততম মানবী হওয়া সম্ভব’-স্বর্ণ জয়ের পর সোহাগী।

এ ইভেন্টে স্বর্ণ জিতবেন সে আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেটের। তবে রেকর্ড হবে তা চিন্তা করেননি সোহাগী ‘জাকিয়ার রেকর্ড ভাঙতে পেরে ভালো লাগছে। স্বর্ণ জিতবো সে আত্মবিশ্বাস থাকলেও রেকর্ডের কথা ভাবিনি।’

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।