কমানো হচ্ছে বাংলাদেশের একটি টেস্ট


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৫ আগস্ট ২০১৫
ফাইল ছবি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন বেশ শক্তিশালী দল। কিন্তু তার বিপরীত চিত্র যেন টেস্ট ক্রিকেটে। প্রতি বছর ২০-২৫টি ওয়ানডে খেলার সুযোগ পেলেও টেস্ট খেলার সুযোগ হয় হাতে গোনা কয়েকটি। তাই এই সংস্করণে উন্নতির জন্য যখন আরো বেশি টেস্ট খেলা দরকার তখন সিরিজ থেকে টেস্ট সংখ্যা কমিয়ে ফেলছেন টিম ম্যানেজমেন্ট।

আগামী জানুয়ারিতে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সেখানে ৩টি টেস্টের পরিবর্তে দুটি টেস্ট এবং ৫টি ওয়ানডে থেকে কমিয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট চাইছে না বলে একটি টেস্ট কমিয়ে ফেলার প্রস্তাব দেয়া হয়েছে জিম্বাবুয়েকে।

এ বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, `তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পর একজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা তৈরি হবে। আমাদের ক্রিকেটারদের ফিজিক্যাল কন্ডিশন এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি।`

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।