অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ এএম, ২৬ জানুয়ারি ২০১৯

আগের দিন অভিজ্ঞ নাদালকে হারাতে পারেননি সিতসিপাস, আর আজকেও পারলেন না লুকাস পৌলি। অভিজ্ঞ নোভাক জোকোভিচের কাছে ধরাশায়ী হলেন তরুণ এই টেনিস তারকা। সরাসরি ৬-০, ৬-২,৬-২ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন ৩১ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ।

মাত্র ১ ঘণ্টার ২৩ মিনিটের লড়াইয়ে প্রথম সেটেই পৌলিকে নাস্তানবুদ করেন জোকোভিচ। কোনো রকম ছাড় না দিয়ে ৬-০ সেটে প্রথম সেট নিজের করে নেন বর্তমান নাম্বার ওয়ান তারকা।

দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন পৌলি। কিন্তু জোকোভিচের শক্তিশালী ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডের সঙ্গে কিছুতেই পেরে উঠতে পারেননি তিনি। ৬-২ সেটে দ্বিতীয় সেটও নিজের করে নিয়ে ফাইনালের ওঠার আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিলেন জোকার। সেটিও সেরে ফেলেন তৃতীয় সেট ৬-২ ব্যবধানে জিতে।

ফাইনালে তিনি লড়বে দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালের বিপক্ষে। ২০১২ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তারা। সেবার শেষ হাসি হেসেছিলেন জোকোভিচ। এবার কি পারবেন নাদাল প্রতিশোধ নিতে? ২৭ তারিখেই রড লেভার অ্যারেনাতে উত্তর খুঁজে পাবে পুরো টেনিস বিশ্ব।

আরআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।