নাদালে ভস্মীভূত ফেদেরারকে হারানো বিস্ময় বালক
সেমিফাইনাল শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে এই ম্যাচ। কেননা নাদালের বিপক্ষে যিনি নামছেন তিনি আর কেউ নন! ফেদেরারকে হারানো ২০ বছরের বিস্ময় বালক স্টেফানোস সিতসিপাস। কিন্তু অভিজ্ঞতা এবং আগ্রাসী এই দুইয়ের কাছে নাদালের কাছে ভস্মীভূত হলেন গ্রিক সিতসিপাস।
সেমিফাইনালের মঞ্চে এসে সরাসরি সেটে জয় পান নাদাল। ৬-২, ৬-৪, ৬-০ সেটে সিতসিপাসকে হারিয়ে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন নাদাল। ৩২ বছর বয়সে এসেও কী দুর্বার রাফায়েল নাদাল!
প্রথম সেট থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন নাদাল। দুই ব্রেক পয়েন্ট পেয়ে সেটটাকেও নিজের করে নেন এই স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিতসিপাস। কিন্তু নাদালের ফোরহ্যান্ডের কাছে হেরে তাকে ব্রেক পয়েন্ট উপহার দেন এই গ্রিক তারকা।
৬-৪ সেটে দ্বিতীয় সেট জয়ের পর তৃতীয় সেটে যেন নাদাল ছাড়িয়ে যান নিজেকেই। ৬-০ সেটে ধরাশায়ী করে দাপটের সঙ্গে ফাইনালে ওঠেন ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল। ম্যাচ শেষে নাদালের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তাকে ধন্যবাদ জানাতেও কুণ্ঠাবোধ করেননি সিতসিপাস।
আরআর/বিএ