আরজেদের নিয়ে শুরু হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

রেডিও জকিদের (আরজে) নিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বৃহস্পতিবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠের ইনডোর ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

RJ-Batminton

‘জাগো এফএম ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ’ নামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান জাগো এফএম ৯৪.৪। এ প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে রয়েছে ভিগো ইলেকট্রনিক ও গুলশান ইয়ুথ ক্লাব।

RJ-Batminton

বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা হয়। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

RJ-Batminton

শেষ পর্ব ২৬ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।