নওগাঁ-আত্রাই সড়ক ভেঙে ৫০ গ্রাম প্লাবিত


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৪ আগস্ট ২০১৫

উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর আত্রাই উপজেলার মির্জাপুর নামক স্থানে নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের ৫০ ফিট ভেঙে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে আত্রাই-নওগাঁ সড়কে সকল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার দুপুরে আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ১১০ সেন্টিমিটার ও ছোট যমুনার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
/

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আত্রাই উপজেলার সুটকিগাছা-বান্দাইখাড়া সড়ক, কাশিয়াবাড়ি বেড়িবাঁধে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার লোকজন এবং প্রশাসন রাস্তা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে ভবানিপুর এলাকায় পানি বৃদ্ধি পেয়ে নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে সড়ক ভেঙে যাওয়ায় মানুষের ক্ষয়-ক্ষতি হয়। নওগাঁ-আত্রাই সড়কটি স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানান তিনি।

রোববার বিকেল থেকে নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়ভাবে সড়কটি রক্ষার চেষ্টা করা হলেও সরকারিভাবে কোনো সহযোগিতা করা হয়নি এমনটাই অভিযোগ করেন স্থানীয় শাহাগোলা ইউপি সদস্য নজরুল ইসলামসহ স্থানীয়রা।

শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন (চান্দু) জানান, বেড়িবাঁধ ভাঙা ও আত্রাই-নওগাঁ সড়কে ফাটল দেখা দেয়ার পর স্থানীয়ভাবে রাস্তা রক্ষার জন্য চেষ্টা করে সম্ভব হয়নি।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সত্যব্রত সাহা জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তালিকা তৈরি করা সম্ভব না হলেও ২ হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, তাদের এই মুহূর্তে কিছু করার নেই।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।