ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম টুর্নামেন্ট মহিলা হ্যান্ডবল

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানগুলোয় প্রধান অতিথি হিসেবে সবাই পেতে চান এই মন্ত্রণালয়ের মন্ত্রীকে। বিভিন্ন টুর্নামেন্টের উদ্বোধন, সমাপনী, সভা-সেমিনারে ক্রীড়ার অভিভাবককেই দেখা যায়।

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দায়িত্ব নেয়ার পর প্রথম আসছেন জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠনে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

চার দিনব্যাপী জাতীয় মহিলা হ্যান্ডবলে অংশ নেবে ফেনী, জামালপুর, নওগাঁ, নড়াইল, ঢাকা, পঞ্চগড়, গোপালগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, কুষ্টিয়া ও বান্দরবান জেলা এবং বাংলাদেশ পুলিশ, বিজেএমসি ও বাংলাদেশ আনসার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. হায়দার আলী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।