প্রতিশোধের ম্যাচে সুয়ারেজ জেতালেন বার্সাকে


প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৩ আগস্ট ২০১৫

কয়েকদিন আগেও স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের কাছে। রোববার রাতে লা লিগায় নিজেরদের প্রথম এবং প্রতিশোধের ম্যাচে সেই অ্যাথলেটিক বিলাবওয়ের বিপক্ষে লুইজ সুয়ারেজের একমাত্র গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

তবে প্রতিশোধের ম্যাচ হলেও বেশ ঘাম ঝরাতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। খেলার প্রথমার্ধে দু`দলের কোনো দলই গোল করতে না পারায় গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

সান মামেসে প্রথম আধ ঘণ্টায় কোনো দলই বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। নিচে নেমে খেলছিলেন মেসি, বিলবাওয়ের ডিফেন্ডারদের ব্যস্ত রেখেলেন সুয়ারেজ।

৩০তম মিনিটে পেনাল্টি পেলেও দলকে হতাশ করেন বার্সেলোনার মহাতারকা মেসি। তার গড়ানো দুর্বল শট ফেরাতে কোনো সমস্যাই হয়নি স্বাগতিক গোলরক্ষক গোর্কা মোরেনোর।

বিরতির পর ৫৫তম মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে এই গোলে দারুণ অবদান দুর্দান্ত এক ক্রসে উরুগুয়ের স্ট্রাইকারকে খুঁজে পাওয়া জর্দি আলবার।

৮৭তম মিনিটে আবারো সুযোগ আসে মেসির সামনে। এবারো বিলবাওয়ের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়া জয় নিয়েই মাঠ ছাড়া বার্সা।


বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।