ইয়েমেনে ব্রিটিশ জিম্মির মুক্তি


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৩ আগস্ট ২০১৫

ইয়েমেনে আল-কায়েদার হাতে বন্দী ব্রিটিশ এক জিম্মিকে মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের সেনারা। সেনা সদস্যরা শনিবার অভিযান চালিয়ে ডগলাস রবার্ট সেম্পল নামের ওই ব্রিটিশ জিম্মিকে উদ্ধার করেছে। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে হাদরামাউত এলাকা থেকে রবার্ট সেম্পলকে অপহরণ করে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) সদস্যরা। রবার্ট পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে কর্মরত ছিলেন।

দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আবুধাবিতে সেম্পলকে গ্রহণ করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, সেম্পলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে আনতে সক্ষম হয়েছে আমিরাতের সেনা সদস্যরা। এ জন্য তিনি আমিরাতকে ধন্যবাদ জানান।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।