আবারো কেঁপে উঠলো নেপাল


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৩ আগস্ট ২০১৫

ভূকম্পনে আবারো কেঁপে উঠলো নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। রোববার দুপুর আড়াইটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। রাস্তায় নেমে আসে আতঙ্কিত লোকজন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি বছরের এপ্রিলের ভূমিকম্পের রেশ কাটিয়ে উঠতে পারেনি নেপাল। ওই সময় অন্তত ১০ হাজার লোকের প্রাণহানি ঘটে। দেশটিতে এ যাবৎকালের সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা ছিল ওই ভূমিকম্প।

এদিকে, একইসময় ভারতের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।