ফেরার পথ খুঁজছেন আশরাফুল
জাতীয় দলে ফেরার পথ খুঁজছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা ২০১৮ এর আগস্টে শেষ হলে তার আগেই দলে ফেরার চেষ্টা করছেন তিনি। আশরাফুল ডিসেম্বরেই এ লক্ষ্যে মাঠে নামছেন আশরাফুল।
ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দেয়া রায়ে বলা হয়েছিল, যদি এই তারকা ফিক্সিং, দুর্নীতি বিষয়ে বিসিবি ও আইসিসির প্রশিক্ষণ, শিক্ষণীয় প্রোগ্রামসহ সচেতনতামূলক প্রোগ্রামে জড়িত থাকলে দুই বছর আগেই ক্রিকেটে ফিরতে পারবেন আশরাফুল। সে হিসেবে আগামী বছরের আগস্টেই খেলায় ফেরার সম্ভবনা রয়েছে সাবেক এ অধিনায়কের।
আশরাফুল জানান, চলতি বছরের শেষে পুর্নবাসন ও শিক্ষা-সচেতনতামূলক কার্যক্রম শুরু করবেন তিনি। ডিসেম্বরে তিনি অংশ নেবেন ফিক্সিং, দুর্নীতি বিষয়ে বিসিবি ও আইসিসির প্রশিক্ষণ, শিক্ষণীয় প্রোগ্রামে। পুর্নবাসন ও শিক্ষামূলক এসব কার্যক্রমের ভিত্তিতে আইসিসিতে রিপোর্ট দেবে বিসিবি। এ রিপোর্টের ভিত্তিতেই আইসিসি আশরাফুলকে মাঠে ফেরার বিষয়ে অনুমতি দিবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন আশরাফুল। নিজেকে ফিট রাখতে নিয়মিত ক্রিকেট খেলছেন এবং অনুশীলনেও অংশ নিচ্ছেন।
আরটি/এএইচ/এমআরআই