কোহলিকে গাভাস্কারের পরামর্শ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৩ আগস্ট ২০১৫

রাহুল দ্রাবিড় টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকে ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করেন, বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির তিন নম্বরে খেলা উচিত।

এনডিটিভিকে গাভাস্কার বলেন, আমি মনেক করি, কোহলির তিনে খেলা উচিত এবং রাহানে চার ও রোহিত পাঁচ নম্বরে। আমার মনে হয়, এটা করলে সমস্যার সমাধান হবে।

গাভাস্কার আরও বলেন, কেন সবাই কোহলির অধিনায়কত্ব নিয়ে এতো মাতামাতি করে? এটা (কলম্বো টেস্ট) তার মাত্র পঞ্চম (অধিনায়ক হিসেবে) টেস্ট। এটা ঠিক ও কিছু ভুলের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এটা খেলারই অংশ, ও এখনো শিখছে। ওকে আরো সময় দেওয়া উচিত। আগে তো পূর্ণ এক মৌসুম পার করুক, তারপরই না আমরা ওর অধিনায়কত্ব নিয়ে কথা বলতে পারি।
 
দ্রাবিড়ের বিদায়ের পর কখনো চেতেশ্বর পূজারা, কখনো রোহিত শর্মা আবার কখনো-বা অজিঙ্কা রাহানেকে তিনে খেলানো হচ্ছে। তবে তিনে এখনো কেউ স্থায়ী জায়গা করে নিতে পারেননি।

এমআর/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।