ইনিংস পরাজয়ের সামনে ইংল্যান্ড
ফলো-অন লজ্জার পর এবার ইনিংস হার এড়াতে লড়াই করছে স্বাগতিক ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ইনিংস হার এড়াতে ইংল্যান্ডের প্রয়োজন ১২৯ রান আর হাতে রয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে ফলো-অনের পর দ্বিতীয় ইনিংসেও টপ আর মিডল অর্ডার ব্যর্থ ইংল্যান্ডের। স্বাগতিকদের হয়ে একাই লড়াই করেছেন অ্যালেস্টার কুক। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও দিনের খেলার ২ ওভার বাকি থাকতে ৮৫ রান করে অনিয়মিত বোলার স্টিভেন স্মিথের বলে সাজঘরের পথ ধরেছেন ইংলিশ এই ব্যটসম্যান। অন্য ব্যটসম্যানদের মধ্যে জনি বেয়ারস্টো (২৬) ও জস বাটলার (৩৩*) রান করেছেন।
প্রথম ইনিংসে ৩৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন ৮ মাস পর দলে ফেরা পিটার সিডল। নিজের প্রথম ৫ ওভারই নিয়েছিলেন মেডেন! অ্যাডাম লাইথকে (১০) ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনিই। পরে দুটি উইকেট নিয়েছেন নাথান লায়ন, আর একটি করে মিচেল জনসন ও মিচেল মার্শ।
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে ইংলিশরা। এর আগে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। আর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৮১ রান করে।
এমআর/এমএস