সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার
সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়ে কাঙ্খিত কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার বিকেলে বিদ্যুৎ বিভাগের আয়োজনে ’প্রজেক্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ বিভাগ তাদের প্রকল্প পরিচালকদের প্রকল্প বিষয়ে প্রশিক্ষণ দিতে এ আয়োজন করে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত বছর বাংলাদেশের শ্রমবাজারে নতুন করে ১১ হাজার ৭০০টি আনুষ্ঠানিক কর্মসংস্থানের (ফরমাল জব) যোগান হয়েছে। এ যোগানের সবটাই হয়েছে যেখানে পর্যাপ্ত বিদ্যুৎ ছিলো’।
বিদ্যুৎ প্রাপ্তিকে বিদেশি বিনিয়োগের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একটি দেশের রাষ্ট্রদূত আমাকে বলেছেন অন্যান্য দেশে অবস্থিত তারা তাদের ৭ হাজার কোম্পানিকে বাংলাদেশে নিয়ে আসতে চায়। সেজন্য প্রথম যে বিষয়টির নিশ্চয়তা তারা চায় তা হলো বিদ্যুৎ’।
বিদ্যুৎ-এর প্রকল্প বাস্তবায়নকালে যে কোনো রকম সমস্যা তার কাছে অকপটে জানাতে পরিকল্পনামন্ত্রী উপস্থিত প্রকল্প পরিচালকদের আহ্বান জানান।
তিনি বলেন, ‘জমি অধিগ্রহণ, দরপত্র আহ্বান, ক্রয় প্রক্রিয়া, উন্নয়ন সহযোগীদের শর্তসহ যে কোনো ধরণের সমস্যা সম্মিলিতভাবে আলোচনা করলে একটি সর্বসম্মত ফলাফল বের হয়ে আসবে। সবাইকে মনে রাখতে হবে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়িত হলে প্রকল্প ব্যয় ও সময় দুটোই বেঁচে যাবে। সর্বোপরি জনগণ সেবা পাবে’।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের সদস্য গোলাম ফারুক বলেন, ‘একনেক সভায় অনুমোদনের জন্য প্রকল্প যাচাই-বাছাইয়ে এখন অনেক সময় কম লাগে। কাজেই বিদুৎ বিভাগ তাদের প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠালে তা যাচাই-বাছাইয়ে সময় কম লাগবে’।
এ প্রশিক্ষণ কোর্সে সভাপতির দায়িত্ব পালন করেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎসেবা সবাইকে দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এজন্য বিদ্যুৎ নিয়ে অভিযোগ কমে এসেছে। আগামীতে বিদ্যুৎ উৎপাদনে আমাদের কয়লার উপর নির্ভর করতে হবে’।
এসএ/একে/আরআইপি