আজকের সাধারণ জ্ঞান : ২২ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২২ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশুনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন:  বাংলা ছোটগল্পের জনক কে?
উত্তর :  রবীন্দ্রনাথ ঠাকুর।
২. প্রশ্ন: তর্করত্ন কার উপাধি?
উত্তর : রামনারায়ণ।
৩. প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে?  
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪. প্রশ্ন:  বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তর : সিলেট অঞ্চলের।
৫. প্রশ্ন: বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় কত সালে?
উত্তর :  ১৯৯৫ সালে।
৬. প্রশ্ন: বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ঈশ্বরদী।
৭. প্রশ্ন: SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে-
উত্তর :  প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৮. প্রশ্ন:  লালবাগ কেল্লা কত শতকে স্থাপিত?
উত্তর : ১৭ শতকে।
৯. প্রশ্ন : দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
উত্তর : ৭৫।
১০. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর : ভারতের।
১১. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম সমভূমির নাম কি?
উত্তর :  মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
১২. প্রশ্ন: কোন দেশকে ইউরোপের দ্বার বলা হয়?
উত্তর : ভিয়েনাকে।
১৩. প্রশ্ন: গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে কোন কোন দেশের?
উত্তর : ইসরাইল ও মিশরের।
১৪ প্রশ্ন : কোনটিকে আন্তর্জাতিক নদী বলা হয়?
উত্তর:  দানিয়ুব নদীকে।
১৫. প্রশ্ন : WWW এর পূর্ণরূপ কি?
উত্তর : World Wide Web
১৬. প্রশ্ন: বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি?
উত্তর : ব্যাংক আব ভেনিস।
১৭. প্রশ্ন: মাছ অক্সিজেন নেয় কোথা থেকে?
উত্তর: পানির মধ্যে দ্রবীভূত বাতাস থেকে।
১৮. প্রশ্ন: খেজুরের রসে কী উপাদান রয়েছে?
উত্তর : ফ্রুক্টোজ।
১৯. প্রশ্ন: ব্যাঙের ট্রিপসিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর : অগ্নাশয় থেকে।
২০. প্রশ্ন: এনজাইম কি দিয়ে তৈরি হয়?
উত্তর : আমিষ।

# চাকরির প্রস্তুতি : সাধারণ জ্ঞান

এসইউ/এইচআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।