ফেরা হচ্ছে না আসিফ-আমিরদের


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২২ আগস্ট ২০১৫

স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত সালমান বাট, মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে  আগামী ২ সেপ্টেম্বর। শাস্তির মেয়াদ শেষ হলেও খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না বিতর্কিত এ তিন খেলোয়াড়ের। শাস্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক কয়েক দিন আগে এমন কথা জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী অক্টোবরে ইংল্যান্ড এবং প্রস্তাবিত ভারত সিরিজে তাদেরকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি দৃঢ়ভাবে নাকচ করেছেন পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ। উভয় সিরিজই সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি`কে রশিদ বলেন, `পিসিবি থেকে যথাযথ নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত ক্রিকেটের কোন পর্যায়েই তাদেরকে যুক্ত করা হবেনা। তাদের ভবিষ্যত সম্পর্কে নির্বাচক কমিটি কোন টাইম ফ্রেম বেধে দিতে পারে না।`

ইংল্যান্ড সফরে ২০১০ সালে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত নো বল করে আইসিসির নিয়ম ভঙ্গ করার অভিযোগে তাদেরকে শাস্তি দেয়া হয়। নিষিদ্ধ খেলোয়াড়রা যাতে শাস্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই ঘরোয়া ক্রিকেট খেলতে পারে সে বিষয়ে এবছর জানুয়ারী মাসে আচরণ বিধিতে কিছু নিয়মে পরিবর্তন আনে আইসিসি। এরপর ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পায় আমির।

আগামী মাসে অনুষ্ঠিতব্য পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপে লাহোর ও শিয়ালকোটের হয়ে খেলার কথা রয়েছে বাট ও আসিফের। তবে তাদের অংশ গ্রহণের বিষয়টি এখনো অনুমোদন দেয়নি পিসিবি।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।