শেষ টেস্টে হতাশায় সাঙ্গাকারা
দীর্ঘ টেস্ট ক্যারিয়ার নানা উত্থান পতনের মধ্যে কেটেছে সাঙ্গাকারার । তবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্টে অনেকটা হতাশার বিদায় নিয়েছেন এই ক্রিকেট কিংবদন্তি।
বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে অবশ্য সফল নন তিনি। ৩২ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ দিয়েছেন অজিঙ্কা রাহানেকে। সাঙ্গাকারার শেষ টেস্টে শ্রীলঙ্কাও তেমন স্বস্তিতে নেই। ভারতের ৩৯৩ রানের জবাবে ৩ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিক দল।
বিদায়ী সিরিজটা ব্যাট হাতে তেমন ভালো কাটছে না সাঙ্গাকারার। গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কা জিতলেও তিনি দুই ইনিংসে করেছিলেন ৫ ও ৪০ রান। শুক্রবারও খুব বেশি দূর যেতে পারলেন না শ্রীলঙ্কার বহু জয়ের নায়ক। তবে বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখার আরেকটি সুযোগ আছে সাঙ্গাকারার সামনে। সে জন্য তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের দিকে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারত শুরু করেছিল ছয় উইকেটে ৩১৯ রান নিয়ে। সেখান থেকে ‘টিম ইন্ডিয়া’কে ৩৯৩ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ঋদ্ধিমান সাহার। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৫৬ রানের লড়াকু ইনিংস চার শর কাছাকাছি নিয়ে গেছে অতিথিদের।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলে ওপেনার দিমুথ করুনারত্নেকে। এরপরই ক্রিজে আসেন সাঙ্গাকারা। স্মরণীয় একটা ইনিংস খেলার ইঙ্গিত দেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে কৌশল সিলভাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৭৪ রানের জুটি। কিন্তু অশ্বিনের দারুণ এক বল শেষ করে দিয়েছে সম্ভাবনাময় ইনিংসটা। বল সাঙ্গাকারার ব্যাটের কানায় লেগে চলে গিয়েছিল প্রথম স্লিপে। দুর্দান্তভাবে ক্যাচটা তালুবন্দি করে উল্লাসে মেতে ওঠেন রাহানে। ‘সাঙ্গা’র অনেক ধৈর্যে গড়া ৮৭ বলে ৩২ রানের ইনিংসে ছিল চারটি চার।
ভারতকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন অমিত মিশ্র। ৫১ রান করা কৌশল সিলভাকে অশ্বিনের ক্যাচ বানিয়েছেন এই লেগস্পিনার। দিনশেষে লাহিরু থিরিমান্নে ২৮ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯ রান নিয়ে ব্যাট করছেন।
এসকেডি/এমএস