টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
টাঙ্গাইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার মুজিবুর রহমান শেখ (৪০) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুজিবুর রহমান সদর উপজেলার কাশিনগর গ্রামের মরহুম সোনা মন্ডলের ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী জানান, ভোর ৪টায় সদর উপজেলার শ্যামারঘাট এলাকায় চরমপন্থী দুই গ্রুপের গোলাগুলির সংবাদ পেয়ে র্যাব সেখানে হাজির হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মুজিবুর রহমান শেখ গুলিবিদ্ধ হয়। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত শেখ এম এল লাল পতাকা (সর্বহারা) গ্রুপের আঞ্চলিক কমান্ডারের দায়িত্বে ছিল। তার বিরেুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এআরএ/এমএস